৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেন

সায়ক বন্দ্যোপাধ্যায় / 06-06-2025
উয়েফা নেশনস লিগে সেমিফাইনালে স্পেন ৫-৪ গোলে হারাল ফ্রান্সকে। ফাইনালে লামিন ইয়ামালদের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
বৃহস্পতিবার প্রথম থেকেই দাপট দেখিয়ে স্পেন বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর গোলে। বিরতির পরে ইয়ামাল ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ৩-০ করেন। এর পরে ৬৭ মিনিটে দলের চতুর্থ গোলও করেন বার্সেলোনার তারকা। তার কিছুক্ষণ পরেই স্পেনের পাঁচ নম্বর গোল করেন পেদ্রি। ফ্রান্সের হয়ে ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপে, ৭৯ মিনিটে রায়ান শেরকি গোল করে ব্যবধান কমান। তৃতীয় গোল আত্মঘাতী। সংযুক্ত সময়ে চতুর্থ গোল কোলো মুয়ানির। ৫-৪ গোলে এমবাপেদের হারিয়ে উয়েফা নেশনস কাপের ফাইনালে স্পেন। সেমিফাইনালে ফের ম্যাজিক দেখালেন ইয়ামাল।
বছরখানেক আগে ইউরো সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও স্পেন। সেবারও ইয়ামাল ম্যাজিকে হারের মুখ দেখতে হয়েছিল ফ্রান্সকে। সেদিক থেকে দেখতে গেলে বৃহস্পতিবার রাতের ম্যাচটা ফ্রান্সের জন্য বদলার ম্যাচ ছিল। কিন্তু এমবাপেরা বদলা নিতে পারলেন না। উলটে একই রকম ফলাফলের পুনরাবৃত্তি করে ইয়ামালরা বুঝিয়ে দিলেন, এই মুহূর্তে ফ্রান্সের থেকে এগিয়ে তারাই।
Tags: Football News