শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

সায়ক বন্দ্যোপাধ্যায় / 27-05-2025
চূড়ান্ত উত্তেজনার ফাইনালে শ্রীভূমি এফসি কে হারিয়ে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ ডিভিশনের খেতাব জিতলো ইস্টবেঙ্গল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেন সুলঞ্জনা রাউল ও শ্রীভূমির হয়ে গোল করেন রিমপা হালদার। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জিতল ইস্টবেঙ্গল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, সিনিয়র স্পেশাল সেক্রেটারি আই এ এস মুকেশ কুমার সিং, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সি ই ও সৈকত হাজরা,প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Tags: East Bengal, Football clubs india, football india, India Football News, Indian Football, Latest Indian Football News