রিয়াল মাদ্রিদের নতুন কোচ হলেন জাভি আলোনসো

সায়ক বন্দ্যোপাধ্যায় / 29-05-2025

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হলেন জাভি আলোনসো। প্রাক্তন এই তারকা মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি অর্থাৎ ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত। আগামী ১লা জুন থেকেই স্প্যানিশ ক্লাব দায়িত্ব নিচ্ছেন তিনি। ২০০৯-২০১৪ সালের মধ্যে ২৩৬টি ম্যাচে রিয়ালের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে ছ’টি গুরুত্বপূর্ণ ট্রফিও জিতেছে রিয়াল। ২০২৩-২৪ মরশুমে তাঁর কোচিংয়ে দারুণ ফর্মে ছিল লেভারকুসেন। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয় জার্মান ক্লাবটি।

গত শনিবারই আন্সেলোত্তির ছিল শেষ ম্যাচ। রিয়াল ছাড়ার দিন আবেগপ্রবণ হয়ে আন্সেলোত্তি বলেন, “আমি ওঁকে আলাদা কোনও উপদেশ দিতে চাই না। প্রত্যেকেরই দল চালানোর একটা আলাদা পদ্ধতি আছে। রিয়ালের কোচ হওয়া সত্যি ভাগ্যের বিষয়। আগামীর জন্য জাভিকে শুভেচ্ছা। ম‌্যাচের পর আরো বলছিলেন, আমি খুশি এবং গর্বিত। অনেক স্মরণীয় মুহূর্ত এখানে কাটিয়েছি। যা কখনও কোনওদিন ভুলতে পারব না।

আন্সেলোত্তির সঙ্গে শনিবারই রিয়ালের ঘরের মাঠে শেষ ম‌্যাচ খেলে ফেললেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ ও রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলা লুকাস ভাসকেস। মরশুমের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল জিতল ২-০ গোলে। গোল করলেন এমবাপে। শেষদিকে মদ্রিচকে তুলে নেন আন্সেলোত্তি। তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে আবেগরুদ্ধ কণ্ঠে মদ্রিচ বলছিলেন, ‘‘এই দিনটা আসুক, আমি কোনওদিন চাইনি। সবাইকে ধন‌্যবাদ জানাচ্ছি। আমরা সকলে অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন‌্যবাদ।’’ কথাগুলি যখন বলছিলেন, তখন মদ্রিচের চোখের কোণে চিকচিক করছিল জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *