প্রিমিয়ার ডিভিশনে বাড়লো ভূমিপুত্রের সংখ্যা

সায়ক বন্দ্যোপাধ্যায় / 16-05-2025

আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে বাড়ছে ভূমিপুত্রের সংখ্যা। গত বছর প্রিমিয়ার ডিভিশনে প্রথম একাদশে চারজন ভূমিপুত্র খেলানো ব্যাধতামূলক ছিল। এবারে তা বাড়িয়ে পাঁচ জন করা হয়েছে। বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি এবারে প্রিমিয়ার ডিভিশনের ছাব্বিশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা তিনটি দল নিয়ে মোট ছয়টি দলের সুপার সিক্স রাউন্ড খেলা হবে। একই গ্রুপে থাকা দলগুলি সুপার সিক্স রাউন্ডে পরস্পরের বিরুদ্ধে খেলবে না। বৃহস্পতিবার ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস,সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *