নতুন মরশুমের আগেই মুম্বাই জার্সিতে নজির টিরির

সায়ক বন্দ্যোপাধ্যায় / 04-06-2025

আইএসএলে গত মরশুমটা একদম ভালো কাটেনি রনবীর কাপুরের দলের। লিগ টেবিলে ষষ্ঠ স্থানে শেষ করেছিল। ডুরান্ড এবং সুপার কাপে নিজেদের উজাড় করে দেওয়ার লক্ষ্যে নেমে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। বলতে গেলে গত বছর ভাড়ার ছিল শূন্য। তাই এই মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করলো মুম্বাই সিটি। সেইমতো প্রথম বিদেশি হিসেবে টিরির সঙ্গে ৩১শে মে ২০২৬ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করল তারা।

আসন্ন মরশুমটি কার্যত টিরির কাছে বিশেষ হতে চলেছে। কেন না তিনি এই নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে দশম মরশুম খেলবেন। যা কোনও বিদেশি হিসেবে আইএসএলে সর্বোচ্চ। এর ফলে প্রথম বিদেশি হিসেবে আইএসএলে নজির গড়লেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

২০২৩-২৪ মরশুমে মোহনবাগান থেকে মুম্বই সিটিতে যোগ দিয়েছিলেন টিরি। মুম্বাই জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৪৯টি ম্যাচ। গত মরশুমে ২১টি ম্যাচ খেলে ন’টি ক্লিন শিট রাখেন তিনি। টিরির ফুটবল কেরিয়ার শুরু কাদিজ সিএফ থেকে। সেখান থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের বি দলে যান। স্প্যানিশ এই ডিফেন্ডার ভারতে প্রথম আসেন ২০১৫ সালে এটিকে-র হয়ে খেলতে। আইএসএলে খেলেছেন দেড়শো ম্যাচ। এটাও একটা নজির। দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলার হিসেবে এই নজির রয়েছে টিরির দখলে।

নিজের চুক্তিবৃদ্ধি করে মুম্বাই ক্লাব ম্যানেজমেন্ট কে এক সাক্ষাৎকারে টিরি জানান , “এই ক্লাবকে নিজের মতো মনে করি তাই মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব ম্যানেজমেন্ট যেভাবে আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে থেকেছে তাই ওদের ভালোবাসার মর্যাদা দিতে চাই। আমার বাবাও এই ক্লাবের সমর্থক ছিলেন। তিনি আছেন এবং থাকবেন। সেই কারণেই তাঁর নাম (রুবিরিও) স্মৃতিতে বহন করতে চাই।” উল্লেখ্য, তিনি তাঁর প্রয়াত বাবার স্মরণে জার্সিতে রুবিও নামটি রেখে মাঠে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *