কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু নবির

সায়ক বন্দ্যোপাধ্যায় / 31-05-2025
কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার রহিম নবি। শনিবার খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমির ফুটবল বিভাগে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব নেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল আর্টেজ স্পোর্টসের তত্ত্বাবধনে এই একাডেমির পথ চলা। কোচ ছিলেন ব্রাজিলিয়ান ডগলাস।
এই একাডেমিতে রয়েছে চারটি এজ গ্রুপ টিম (অনুর্ধ ১০, অনুর্ধ ১৩, অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৮)। সব মিলিয়ে একাডেমিতে এই মুহূর্তে রয়েছে ১২০ জন শিক্ষার্থী। দায়িত্ব নেওয়ার পরে রহিম নবি বলেছেন,”পারিবারিক কারণে এতদিন আমি সক্রিয় কোচিংয়ে আসতে পারছিলাম না। বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমী আমাকে এই সুযোগ করে দিয়েছে। ধাপে ধাপে এবার কোচিং ডিগ্রি করব। ফুটবলই আমার জীবন। ‘
সেন্ট থমাস স্কুলের প্রিন্সিপাল সুমন বিশ্বাস জানান,’ নবির মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলারকে পেয়ে আমরা গর্বিত। এই একাডেমির শিক্ষার্থীদের উনি সঠিক দিশা দেখাবেন।’
আর্টেজ স্পোর্টসের তরফে জয়দীপ মুখার্জী বলেন, রহিম নবির জীবন কাহিনী অনেকটা গল্পের মত। পান্ডুয়া থেকে উঠে এসে শাসন করেছে ভারতীয় ফুটবলে। নবির মত একজন প্রাক্তন খেলোয়াড়কে পেয়ে একাডেমীর শিক্ষার্থীরাও হবে অনুপ্রাণিত।’