ইস্টবেঙ্গলকে হারিয়ে নার্সারি ডিভিশন গ্রুপ বি চ্যাম্পিয়ন বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টার

সায়ক বন্দ্যোপাধ্যায় / 26-05-2025
রুদ্ধশ্বাস ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অব এক্সসিলেন্স কে ৪-২ গোলে হারিয়ে নার্সারি ডিভিশনের গ্রুপ বি এর সেরার খেতাব অর্জন করে বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টার। রবিবার বিজয়গড় জেফা মাঠে ফাইনাল দুদলের তীব্র লড়াইয়ে উপভোগ্য হয়ে ওঠে। অনূর্ধ্ব বারোর দুপক্ষের একাধিক ফুটবলার দর্শকদের নজর কাড়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকলে টাইব্রেকারে আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে বিষ্ণুপুরের ফুটবলাররা চারটি গোল করলেও ইস্টবেঙ্গলের দুটি শট নষ্ট হয়। ফাইনালে হেরে গেলেও ইস্টবেঙ্গলের গোলরক্ষক ইমন ঘোষ সবার নজর কাড়ে। এদিন মাঠে উপস্থিত প্রাক্তন দুই ফুটবলার অশোক চন্দ ও তুষার রক্ষিত দু দলের খেলোয়াড়দের প্রশংসা করেন।
Tags: Football clubs india, football india, India Football News, Indian Football, Latest Indian Football News