আরো এক মরশুমের জন্য ইস্টবেঙ্গলে অস্কার ব্রুজো

সায়ক বন্দ্যোপাধ্যায় / 30-05-2025
গত বছর কোচ কার্লোস কুয়াদ্রাত যখন একের পর এক প্রতিযোগিতায় নাকানিচোবানি খাচ্ছিল, একপ্রকার খাদের কিনারাতে গিয়ে ঠেকে ছিলো দল ঠিক সেই সময়ই ইস্টবেঙ্গলের মাসিহা হয়ে উঠেছিলেন নবাগত অস্কার। দল আইএসএলে ভালো পার্ফমেন্স না করতে পারলেও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ইস্টবেঙ্গল। তারই পুরস্কার স্বরূপ হয়তো অস্কার ব্রুজোর সঙ্গে আরও একবছরের চুক্তি বৃদ্ধি করল ইস্টবেঙ্গল। ২০২৫-২৬ মরশুমেও কোচ ব্যাটন তার হাতেই থাকবে।
গতকাল ইমামি ইস্টবেঙ্গলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আরও একবছরের জন্য কোচ হিসাবে থাকছেন অস্কার ব্রুজো। সেখানে বলা হয়, ব্রুজোর অধীনে লাল-হলুদ ব্রিগেড এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়েও আইএসএলে এক মরশুমে ইস্টবেঙ্গলকে সর্বোচ্চ পয়েন্ট এনে দিয়েছিলেন। সবমিলিয়ে অস্কারের পারফরম্যান্সে খুশি হয়েই একবছরের জন্য চুক্তি বাড়ানো হল। ইমামি গ্রুপের পক্ষ থেকে কর্তা বিভাস আগারওয়াল জানান, নতুন করে দলের মধ্যে উদ্দেশ্য তৈরি করেছেন অস্কার। আগামী একবছরের জন্য ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়ে খুশি অস্কার নিজেও। গত মরশুম থেকে দল হিসাবে শিক্ষা নিয়ে জয়ের সরণিতে ফিরতে চান অস্কার।
এদিন ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্কার বলেন আরো এক বছর ইস্টবেঙ্গলে থাকতে পেরে ভালো লাগছে। গত মরশুমে যেখানে আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, বিশেষ করে খারাপ শুরুর পর, আমরা সেই সব কিছুর অভিজ্ঞতা অর্জন করে এখন পুরোপুরো মনোনিবেশ করছি জেতার মানসিকতায়। আমরা বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করছি, দলগঠনকে পুনরুজ্জীবিত করা, তরুণ প্রতিভাকে তুলে ধরা, বিভিন্ন ট্যাকটিক্যাল পদ্ধতিকে অনুসন্ধান করা যা ইস্টবেঙ্গলের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত।
Tags: East Bengal, Football clubs india, football india, India Football News, Indian Football, Indian Super League, Latest Indian Football News