আগামী মরশুমেও বাগান রক্ষনভাগে আলবার্তোর সঙ্গী টম অ্যালড্রেড

সায়ক বন্দ্যোপাধ্যায় / 13-05-2025
স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডের সঙ্গে একবছরের চুক্তি বৃদ্ধি করলো মোহনবাগান। ফলে এই মরশুমে আবার ও আলবার্তোর সঙ্গে জুটি বাঁধবেন টম অ্যালড্রেড। ৩৭ বছরের এই ডিফেন্ডার গত বছর ব্রিসবেন রোয়ার্স থেকে মোহনবাগানে এসেছিলেন। সুদীর্ঘ এই ডিফেন্ডার রক্ষণ থেকে খেলা তৈরিতে দক্ষ।
দলবদলের বাজারে সেরা দল গড়াই লক্ষ্য মোহনবাগানের। আপাতত, সেট টিমের খুব বেশি বদল হবে না বলেই মনে করা হচ্ছে। তবে, নুনো রেইজকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইএসএল কাপ জয়ের পরেই নাকি টমকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান। কারণ আলবার্তো রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে ১৬টি ক্লিনশিট রাখেন তিনি। অবশেষে টমকে চুক্তিতে সই করিয়ে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করল মোহনবাগান।
Tags: Football clubs india, India Football News, Indian Football, Indian Super League, Latest Indian Football News, Mohun Bagan, Mohun Bagan News