৫ রেড, ৬ হলুদ কার্ড ঘটনাবহুল ম্যাচে রেলওয়ে এফসিকে হারাল মোহনবাগান

সায়ক বন্দ্যোপাধ্যায় / 07-07-2025
কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে টানা দ্বিতীয় জয় পেল মোহনবাগান। আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারানোর পর সবুজ-মেরুনের তরুণ ব্রিগেড জিতল রেলওয়ে এফসির বিরুদ্ধে। ২-০ গোলে জেতে মোহনবাগান। গোল করেন সন্দীপ মালিক, শিবম মুন্ডা।
ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে ৫ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন অধিনায়ক সন্দীপ মালিক। দুরন্ত শটে জালে বল জড়ান সন্দীপ। তবে নাটক তখনও বাকি ছিলো ম্যাচে। ভারতীয় ফুটবল কেন এখনও পিছিয়ে, তারই প্রমাণ এই ঘটনা। ৩৫ মিনিটের মাথায় রেলওয়ে এফসির প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রমের চোট।এমনই বেহাল দশা যে প্রাথমিক চিকিৎসার জন্য ন্যূনতম ব্যবস্থাও ছিল না। মার্শাল কিস্কুর সঙ্গে সংঘর্ষে বাঁপায়ে গুরুতর চোট পান তারক। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে থাকেন। তাঁর শুশ্রূষা শুরু করেন মোহনবাগানের চিকিৎসক। দেওয়া হয় ব্যাথা কমানোর ইনজেকশন ও। পর মূহুর্তেই দেখা গেল , যখন তাঁর পায়ে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে দুটো ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া। ওই সময়ে মাঠে একটিই অ্যাম্বুল্যান্স ছিল। তাই দ্বিতীয় একটি অ্যাম্বুল্যান্স ডাকা হয়। সেটি আসতে সময় নেওয়ায় তারককে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। এই বেহাল দশা প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়েছেন বঙ্গ ফুটবল সংস্থা।
২৩ বছর বয়সি তারক রেলওয়ে এফসির আগে ইউনাইটেড এসসি ও নেরোকা এফসি-তে খেলেছেন। কিছুদিন আগে ভারতীয় দলের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার জেলা দলের হয়েও খেলেছিলেন। তবে এদিনের ম্যাচের আগে খেপের মাঠেও দেখা গেছে তারক হেমব্রমকে। জানা যাচ্ছে, আপাতত তারককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোট কতটা গুরুতর তা এম আর আই করে যানা যাবে।
ম্যাচের ৫৯ মিনিটে দুই দলের মধ্যে গন্ডগোল বাঁধে। মিনগমা শেরপাকে ধাক্কা মারে রেলওয়ের সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই গন্ডগোলের সুত্রপাত। কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। যার পরিপ্রেক্ষিতে রেফারি লাল কার্ড দেখান মোহনবাগান ম্যানেজার রাহুল দও ও ফুটবলার সালাউদ্দিন কে। অন্যদিকে রেলওয়ের হয়ে রেড কার্ড দেখেন গোলকিপার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, সৌমিক কোলে ও অভিষেক আইচ। ১১ মিনিট পর যখন ম্যাচ শুরু হয় তখন রেলওয়ে দলে ৯ জন ও মোহনবাগানের ১০ ফুটবলার। ৯১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে কফিনে শেষ পেরেকটি পোঁতেন শিবম মুন্ডা। যদিও এদিন মোহনবাগান আরও বড় ব্যবধানে জিততে পারত। সহজ সুযোগ নষ্ট করেন শিবম সন্দীপরা। তিন ম্যাচে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ৬।
Tags: India Football News, Indian Football, Latest Indian Football News, Mohun Bagan, Mohun Bagan News