১০ জনে খেলেও ক্লাব বিশ্বকাপে সহজ জয় রিয়াল মাদ্রিদের

সায়ক বন্দ্যোপাধ্যায় / 23-06-2025

ক্লাব বিশ্বকাপে গত ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিরুদ্ধে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত তাদের। শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম জয় পেল রিয়াল। পেটের সমস্যার কারণে এই ম্যাচেও দলের সেরা তারকা এমবাপেকে পায়নি জাবি অলোন্সো।

এদিন ম্যাচের শুরুতেই চাপে পড়ে রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর ৭ মিনিটেই দশজন হয়ে যায় তারা। বক্সের বাইরে রাউল অ্যাসেনসিও পাচুকার ফুটবলার রনডন কে পিছন থেকে টেনে ফেলে দেন। ফুটবলের পরিভাষায় প্রফেশনাল ফাউল অফ লাস্ট ম্যান।সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি পুরো সময় ১০ জনে খেলতে হয় রিয়ালকে। তাতে অবশ্য ম্যাচে আধিপত্য রেখে জয় পেতে সমস্যায় পড়তে হয়নি রিয়াল মাদ্রিদকে।

ম্যাচের ৩৫ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৩ মিনিটে ফের গোল রিয়ালের। গঞ্জালো গার্সিয়ার পাস থেকে মাটি ঘেসানো শটে বল জালে জড়ান আর্দা গুলার। প্রথমার্ধে ২-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকেন জাবি আলন্সোর ছেলেরা।ম্যাচের ৭০ মিনিটে রিয়ালকে ৩-০ গোলে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করে দেন ফেডে ভালভার্দে। ৮০ মিনিটে ইলিয়াস মন্টিয়েলের গোলে ব্যবধান কমালেও লাভের লাভ কিছু হয়নি পাচুকার। ম্যাচ শেষ হয় রিয়ালের পক্ষে ৩-১ গোলে । এদিনের জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *