সাহিলের জোড়া, দীপেশের একে মহামেডানকে হারাল ইউনাইটেড স্পোর্টস

সায়ক বন্দ্যোপাধ্যায় / 09-07-2025

সকাল থেকে অঝোরে বৃষ্টি, মেঘলা আকাশ, কর্দমাক্ত মাঠ। তারই মধ্যেই ঠিক সময় মতো শুরু হলো মহামেডান স্পোর্টিং বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও বিজয় ঘোষের ছেলেদের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। ইউনাইটেড স্পোর্টস ম্যাচে নামার আগে যথারীতি কিছুটা চাপেই ছিলেন মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। তবে সেই চাপ থেকে বের হতে পারার দরুন ০-৩ গোলে হার স্বীকার করতে হল মহামেডানকে।

বেশ কিছু দিন ধরেই ডামাডোল পরিস্থিতি মহামেডান শিবিরে। বেশ কিছুদিন আগেই কাশিমভের বকেয়া বেতন না মেটানোর জন্য ফিফার নির্বাসনের চিঠি পেয়েছিল মহামেডান ক্লাব। যার ফলে কোন ফুটবলার কে নতুন ভাবে সই করাতে পারবে না। মঙ্গলবার ফের আরও একটি নির্বাসনের চিঠি পেয়েছিলেন মহামেডান কর্তারা। অ্যালেক্সিস গোমেজের বেতন না মেটানোর জন্য চিঠি আসে মহামেডান স্পোর্টিং ক্লাবে।ডামাডোলের মধ্যেই ঘরোয়া লিগে নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান। ম্যাচের শুরুটা খুব একটা খারাপ করেনি সাদা-কালো ব্রিগেড। ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগও আদায় করে নিয়েছিলো মহামেডান। তবে, অধিক দাপট বজায় রাখেন ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা। প্রথমার্ধেই দশজনে খেলতে বাধ্য হয় দুই দল। ২৯ মিনিটে লাল কার্ড দেখেন ইউনাইটেড স্পোর্টসের আদিত্য থাপা। ৩০ মিনিটে পেনাল্টি মিস করেন লালথাং কিমা। ৪১ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের দীনেশ মেইতেই। দুটি কার্ডের ক্ষেত্রে রেফারি প্রতিক মন্ডল নিজের ভূমিকা পালনে ব্যার্থ। যদিও প্রথমার্ধে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ইউনাইটেড স্পোর্টসের চাপের কাছে মাথা তুলে দাঁড়াতে পারেননি মহামেডান। ৬৪ মিনিটে দীপেশ মুর্মুর গোলে এগিয়ে যায় তারা। কিছুক্ষণ পরেই ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন সাহিল। ম্যাচ শেষ হয় ৩-০ গোলে। মহামেডানকে ৩-০ গোলে পরাস্ত করার পর আহত ফুটবলার তারক হেমব্রমের আরোগ্য কামনা করে বিশেষ পোস্টার প্রদর্শন করেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ এবং ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *