মোহনবাগানের উপর থেকে উঠে গেল ফিফার নিষেধাজ্ঞা

সায়ক বন্দ্যোপাধ্যায় / 18-06-2025
ফিফার দলবদলের ট্রান্সফার উইন্ডো খুলতেই বাগান শিবিরে সুখবর। মোহনবাগানের উপর থেকে উঠে গেল ফিফার ট্রান্সফার ব্যান। ফলে প্লেয়ার সই করানোর কাজ শুরুর অনুমতি পেয়ে গেল মোহনবাগান। দু’মরশুম আগে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করানোর সময় টেকনিক্যালি কিছু ত্রুটি হয়েছিল দুই পক্ষের ভুল বোঝাবুঝিতে। যার ফলে এই নতুন মরশুম শুরুর আগে সবুজ মেরুন ব্রিগেডের উপর ট্রান্সফার ব্যান আরোপ করেছিল ফিফা। গত ৫ মে ফিফার তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। তবে, বিষয়টি খুব গুরুতর না হওয়ার দরুন মাস দেড়েক হওয়ার আগেই উঠে গেল নিষেধাজ্ঞা।
গত কয়েক সপ্তাহ ধরে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে এই ব্যান তোলার ব্যবস্থা করে মোহনবাগান কর্তৃপক্ষ। জেসন কামিংসকে সই করানোর সময় একটা ক্লজ ছিল যে তার পুরোনো ক্লাবকে প্রশিক্ষণ সংক্রান্ত অর্থ দিতে হবে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে সে কথা বলেনি অস্ট্রেলিয়ার এই ক্লাব। মোহনবাগান থেকে একাধিকবার সেই টাকা পরিশোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে গোটা প্রক্রিয়াটি নির্ধারিত সময়ের মধ্যে করা যায়নি। তবে এবার সেই প্রক্রিয়াটি নির্ধারিত সময়ের মধ্যে করে ফেলতে উঠে গেল সেই নিষেধাজ্ঞা। ফুটবলার সই করানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও যাদের সই করাতে আগ্রহী বাগান ম্যানেজমেন্ট সেই সব ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রেখে ফুটবলার তালিকাও তৈরি করে রেখেছে বাগান ম্যানেজমেন্ট। নতুন মরশুমের জন্য এবার ফুটবলারদের সঙ্গে চুক্তির কাজ শুরু করে দেবে মোহনবাগান।
Tags: India Football News, Indian Football, Latest Indian Football News, Mohun Bagan, Mohun Bagan News