মেসারার্সকে সাত গোলের মালা পড়িয়ে কলকাতা লিগে যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

সায়ক বন্দ্যোপাধ্যায় / 30-06-2025

গতবারের কলকাতা লিগের শেষ সংস্করণে চ্যাম্পিয়ন দলের নাম এখনও ঘোষণা করা যায়নি। সেই সংক্রান্ত বিষয় আদালতের বিচারাধীন অবস্থায়। সেই রায়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে ইস্টবেঙ্গল ও।সে সবের মধ্যেই বিরাট ব্যবধানে জয় দিয়ে নিজেদের কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। এদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে সাত গোলের মালা পরাল লাল-হলুদ বাহিনী। ম্যাচে একতরফা দাপট রেখে ৭-১ গোলে ম্যাচ জেতে অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা।

ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন মনোতোষ মাজি।ভানলালপেকা গুইতের নিখুঁত পাস থেকে ২৩ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। ১০ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। চাকু মাণ্ডির বাড়ানো বলে আগুয়ান গোলকিপারের মাথার উপর দিয়ে বল গোলে পাঠান সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে নাসিব রহমানের বাড়ানো বলে তৃতীয় গোলটি করেন গুইতে। মেসারার্স ক্লাবের কাছেও গোলের সুযোগ এসেছিল। সুরচন্দ্রের একটি ফ্রি কিক বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষে ৩-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী।

দ্বিতীয়ার্ধে দাপট আরও বাড়ায় অর্চিষ্মান বিশ্বাসের দল। অধিকাংশ সময়ই মেসারার্স রক্ষনভাগেই বল ঘোরাফেরা করে। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ইস্টবেঙ্গলকে ৪-০ গোলে এগিয়ে দেন তন্ময় দাস। এদিনের গোটা ম্যাচে লাল-হলুদের মাঝমাঠও দূর্দান্ত ভাবে নিয়ন্ত্রণ করেন তিনি। গত মরশুমে ১৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া জেসিন টি.কে. এবারও দুরন্ত ফর্মে। মাত্র তিন মিনিটের ব্যবধানে ৬৩ মিনিট ও ৬৫ মিনিটে দুটি গোল করে যান বদলি হিসেবে নামা জেসিন টিকে। ৬৯ মিনিটে খেলার গতির বিপক্ষে গিয়েই ব্যবধান কমান মেসারার্স ক্লাবের অ্যান্ডি জাখারি। শেষ দশ মিনিটে কার্যত ইস্টবেঙ্গলের আক্রমণভাগের সঙ্গে একাই লড়ে যান মেসারার্সের গোলকিপার লাইমুজাম কেন সিং। মহম্মদ রোশান-জেসিন টিকেদের একাধিক শট তিনি বাঁচিয়ে দেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দূরপাল্লার বিশ্বমানের গোলে ৭-১ করেন সুমন দে।

ম্যাচের শেষে ইস্ট বেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাস বলেন, “টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে, তবে উন্নতির অনেক জায়গা রয়েছে। আমাদের গোলটা খাওয়া উচিত হয়নি। যেমনটা অনেক গোল করা ভালো, ঠিক তেমনি গোল না খাওয়াটাও জরুরি। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *