মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত রোনাল্ডোর সতীর্থ, শোক প্রকাশ সিআর সেভেনের

সায়ক বন্দ্যোপাধ্যায় / 03-07-2025

হঠাৎই ফুটবল জগতে শোকের ছায়া। মাত্র ২৮ বছর বয়সে মৃত্যু হল লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটার। বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তারকা এই পর্তুগিজ ফুটবলারের। স্থানীয় প্রশাসন এবং স্প্যানিশ মিডিয়ার দাবি, চলন্ত অবস্থায় তাঁদের গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটিতে ছিলেন দিয়োগো এবং তাঁর ভাই। স্পেনের জামোরা শহরে ঘটেছে দুর্ঘটনাটি। উল্লেখ্য ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে বিয়ে করেন তিনি। বিয়ের ১২ দিনের মাথাতেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা। তিনটি সন্তানও রয়েছে তাঁরদের।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সানাব্রিয়ার জামোরা অঞ্চল দিয়ে যাওয়া সময়ে একটি গাড়িকে ওভারটেক করা চেষ্টা করেন তাঁরা। সেই সময়ে আচমকাই গাড়ির একটি চাকা ফেটে যায়। রাস্তা থেকে ছিটকে যায় তাঁদের গাড়ি। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে গিয়ে গাড়িটি একেবারে চুরমার হয়ে যায়। এমনকী, নিকটবর্তী ক্ষেতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্পেনের এমার্জেন্সি সার্ভিস। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে দিয়োগো জোটা এবং তার ভাই অ্যান্ড্রুকে মৃত ঘোষণা করা হয়। তরুণ ফুটবলারের মৃত্যুতে শোকাহত গোটা পর্তুগিজ ফুটবলমহল।

পর্তুগালের পোর্তোয় জন্ম দিয়োগো এবং অ্যান্ড্রুর। যুব ফুটবল থেকেই উত্থান দিয়োগোর। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কেরিয়ার শুরু । পরের বছরই উলভারহ্যাম্পটনে সই করে ইপিএলে যাত্রা শুরু করেন। সেখান থেকে লিভারপুলে। সদ্যসমাপ্ত নেশনস লিগের পর্তুগিজ স্কোয়াডেও ছিলেন দিয়োগো।

দিয়োগোর অকালমৃত্যুতে শোকাহত বন্ধু ক্রিস্তিয়ানো রোনাল্ডো লেখেন, ‘একেবারে বিশ্বাস হচ্ছে না। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে ছিলাম, এই তো সেদিন তোমার বিয়ে হল। তোমার পরিবার, স্ত্রী, সন্তান- সকলকে আমার গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তোমাদের শক্তি দিন। আমি জানি তুমি সবসময়ে ওদের সঙ্গে থাকবে। আপাতত শান্তিতে ঘুমাও দিয়োগো এবং আন্দ্রে। আমরা তোমাদের খুব মিস করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *