মঙ্গোলিয়াকে ১৩ গোল ভারতের মেয়েদের

সায়ক বন্দ্যোপাধ্যায় / 25-06-2025
মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারাল ভারতের মহিলা দল। ভারতের পুরুষ দল যেখানে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ধুঁকছে, সেখানে আশার আলো ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স। মহিলাদের এশিয়ান কাপে এটাই ভারতের বৃহত্তম জয়।
এদিন থাইল্যান্ডের চিয়ান মাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতীয় মহিলা দলের। ভারতের হয়ে ৮ মিনিটে প্রথম গোলটি করেন সঙ্গীতা বাসফোর। ২০ মিনিটে দ্বিতীয় গোলটি সৌম্য গুগুলোথের। ২৯ ও ৪৫ মিনিটে গোল করেন প্যায়ারি জাজা। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ভারতীয় মহিলা ফুটবল দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করেন প্যায়ারি জাজা । তারপরের দশ মিনিটের মধ্যে আরও দুটি গোল করেন তিনি। সব মিলিয়ে পাঁচটি গোল করেন প্যায়ারি। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সৌম্য। ৬৭ মিনিটে রিম্পা, ৭১ মিনিটে মালবিকা ও ৭৫ মিনিটে গ্রেস ডাংমেই পেনাল্টি থেকে গোল করেন। ৭৩ ও ৮৬ মিনিটে দুটি গোল করে যান প্রিয়দর্শিনীও। ম্যাচ শেষ হয় ১৩-০ গোলে। তবে এটিই ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ জয় নয় এর আগেও ২০১০ সালে ভুটানকে ১৮-০ গোলে হারিয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল।