ভারতীয় ফুটবল টিমে ফিনিশারের বড়ই অভাব মেনে নিচ্ছেন কল্যাণ

সায়ক বন্দ্যোপাধ্যায় / 17-06-2025
ভারতীয় ফুটবল টিমের আসল অসুখ ধরে ফেলেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। গতকাল নয়া দিল্লিতে এআইএফএফ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কল্যাণ বলেন, ‘ভারতীয় ফুটবল টিমে ফিনিশারের বড়ই অভাব। এটা এখন নয়, অনেক বছর ধরেই চলছে। এই সমস্যার সমাধান করতেই হবে। তিনি আরও বলেন জাতীয় দলের স্ট্রাইকার সমস্যা মেটাতে ও টিমকে শক্তিশালী করতে এআইএফএফ চেষ্টা চালাচ্ছে ভারতীয় বংশোদ্ভূতদের অর্থাৎ ওভারসিজ সিটিজেনশিপ (ওসিআই) প্লেয়ারকে খেলানোর।
কল্যাণ বলেছেন, ‘আমরা দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রেখেছি। ফুটবলার তালিকাও তৈরি আছে। ভারত সরকার অনুমতি দিলেই কোচের সঙ্গে আলোচনায় বসে আমরা সেই ফুটবলারদের ডেকে নেব।’
অন্যদিকে ২০৩১-র এএফসি এশিয়ান কাপ আয়োজন করতে চায় এআইএফএফ। শুক্রবার ফেডারেশনের মিটিংয়ে এ কথাই বললেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তাছাড়াও ঘরোয়া লিগে আরও বেশি করে ভারতীয় স্ট্রাইকারদের সুযোগ দেওয়ার ব্যাপারেও মন্তব্য করেন তিনি। আগেও ২০৩১ সালে এশিয়ান কাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল এআইএফএফ। ভবিষ্যতে এএফসি এশিয়ান কাপ, এএফসি বিচ সকার এবং এএফসি ফুটসল টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবে এআইএফএফ।