বেলুড়ে শুরু রাজ্য ক্লাব চ্যাম্পিয়নশিপ

সায়ক বন্দ্যোপাধ্যায় / 11-09-2025

স্বামীজির শিকাগো বক্তৃতার ১৩৩ তম বার্ষিকীতে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং আইএফএর যৌথ উদ্যোগে শুরু হল রাজ্য ক্লাব চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ কাপ এর খেলার। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজরিত বেলুড় মঠের কলেজ মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি,ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা ,হাওড়ার জেলা শাসক ডি পি প্রিয়া, হাওড়া সিটি পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী, বেলুড় মঠের অধ্যক্ষ মহাপ্রজ্ঞানন্দ মহারাজ, ম্যানেজার জ্ঞানব্রত মহারাজ,কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং এর কর্তা দেবাশীষ দত্ত, সৃঞ্জয় বসু, রূপক সাহা, শান্তিরঞ্জন দাসগুপ্ত, মহম্মদ কামারউদ্দিন, ইশতিয়াক আহমেদ, বিধায়ক গৌতম চৌধুরী, কল্যাণ ঘোষ, ড . রানা চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার ও বিধায়ক বিদেশ বসু ও দীপেন্দু বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়,সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ মহম্মদ জামাল সুদেষ্ণা মুখার্জী এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মাকরদহ ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ও হাওড়া এভারগ্রীন ক্লাব। খেলায় মাকরদহ ইউনিয়ন ক্লাব ২-১ গোলে এভারগ্রীন ক্লাব কে হারায়। বিজয়ী দলের হয়ে গোল করেন শুভদীপ মাইতি ও শুভজিত চক্রবর্তী এবং এভারগ্রীন ক্লাবের গোলটি করেন প্রণয় বর্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *