বর্নাঢ্য উদ্বোধনীতে শুরু কলকাতা লিগ

সায়ক বন্দ্যোপাধ্যায় / 25-06-2025
আতশবাজি, লেসার শো, ধামশা মাদল, মাটির সুরে নৈশালোকের নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়াম হয়ে উঠলো বর্ণময়। উপলক্ষ্য সি এফ এল ২০২৫-২৬ এর উদ্বোধন। বুধবার বেহালা এস এস ও কালীঘাট মিলন সংঘের ম্যাচের আগে এই উদ্বোধনী অনুষ্ঠান বাংলার ফুটবলপ্রেমী মানুষের হৃদয়ে থেকে যাবে বহুদিন। সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনৎ দে প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, কুন্তলা ঘোষ দস্তিদার, প্রণয় হালদার শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিপ্লব চক্রবর্তী, ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন এর সচিব দেবব্রত সাহা, কোষাধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিট ব্রেকার গোষ্ঠীর নৃত্য পরিবেশন ও মাটির সুরে পৌষালি ব্যানার্জী উদ্বোধনী অনুষ্ঠানকে মাতিয়ে দিয়ে গেলেন। এদিন কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম ম্যাচে কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারাল বিএসএস। বিএসএসের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড।