প্যারিস সেন্ট জার্মানকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

সায়ক বন্দ্যোপাধ্যায় / 13-07-2025
অরন্যের প্রাচীন প্রবাদ ‘ফাইনালে ফেভারিট বলে কিছু হয় না’। এদিন তা আবার প্রমাণিত হলো। মরশুমের পাঁচ নম্বর ট্রফি জিততে প্যারিস সেন্ট জার্মানের প্রয়োজন ছিল আর মাত্র এক ম্যাচ জয়। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, সুপার কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও কার্যত প্রত্যেকেই এগিয়ে রেখেছিলেন লুইস এনরিকের দলকেই। বাস্তবে তা হলো উল্টোটা। ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফরাসি বিপ্লবের অবসান ঘটিয়ে শেষ হাসি হাসল ব্রিটিশ সাম্রাজ্যের ক্লাব চেলসি।এদিনের ফাইনাল দেখতে মাঠে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৩-০ গোলে প্যারিস সেন্ট জার্মান কে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড ক্লাবে চ্যাম্পিয়ন হলো চেলসি। চেলসির হয়ে জোড়া গোল করলেন তরুণ তুর্কি কোল পামার। স্কোরশিটে নাম তুললেন ব্রাজিলিয়ান তারকা হোয়াও পেদ্রোও। উয়েফা কনফারেন্স লিগ জয়ের পরে দ্বিতীয় ট্রফি জয় এনজো মারেসকার ছেলেদের।
ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবলে পিএসজি রক্ষণকে ব্যস্ত রাখে চেলসি। ৮ মিনিটে জোয়াও পেদ্রোর বুদ্ধিদীপ্ত ফ্লিকে বক্সের ভিতর বল পেয়ে যান কোল পালমার। তাঁর জোরালো শট বাঁচাতে পারেননি পিএসজি’র গোলকিপার দোনারুমা। ৩০ মিনিটের মাথায় ফের ব্যবধান বাড়ান পালমার। বাঁ পায়ের শটে নজরকাড়া গোল করেন তিনি। মরশুমে এটা ছিল তাঁর ১৮তম গোল। ৪৩ মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোল করেন হোয়াও পেদ্রো। পামারের থেকে বল পেয়ে দোনারুমার মাথার উপর দিয়ে লব করে বল জালে জড়িয়ে দেন পেদ্রো।
দ্বিতীয়ার্ধে ডেম্বেলে – ভিতিনিয়ারা একাধিক শট নিলেও গোল শোধ করতে পারেননি পিএসজি। গোটা প্রতিযোগিতা জুড়ে ভালো খেললেও, ফাইনালে একটাও গোল করতে পারেনি তারা। তবে বহবা দিতেই হবে চেলসির গোলকিপার স্যাঞ্চেজকে। একাধিক বার দারুণ সেভ করে দলের নিশ্চিত পতন রোধ করেন। ৮৫ মিনিটের মাথা লাল কার্ড দেখে পিএসজি’র হোয়াও নেবেস।ম্যাচের সেরা হয়েছেন কোল পামার।
ম্যাচের সেরা হয়ে পালমার বলেন, “অসাধারণ একটা অনুভূতি। ম্যাচের আগে তো আমাদের দল নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। যেভাবে লড়াই করেছি আমরা, তা এককথায় দুর্দান্ত।” চেলসি কোচ এনজো মারেসকা বলেন , “আমার মনে হয়, প্রথম ১০ মিনিটেই ম্যাচটা আমরা জিতে নিয়েছি। কঠিন আবহে ছেলেরা দারুণ ফুটবল উপহার দিয়েছে। এই জয়ের ভাগিদার সবাই। স্মরণীয় মুহূর্ত। আনন্দ বোঝানোর মতো কোনও শব্দ নেই।”
Tags: Football News