দ্বিতীয় ম্যাচে কালীঘাটকে উড়িয়ে কলকাতা লিগে জয়ের সরণিতে বাগান

সায়ক বন্দ্যোপাধ্যায় / 04-07-2025

কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে, দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে মোহনবাগান। গত ম্যাচে পুলিশ এসি’র কাছে হেরে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল সবুজ-মেরুন। বাগান কোচ ডেগি কার্ডোজোকে শুনতে হয়েছিল গো-ব্যাক স্লোগান। সেই কারণে বৃহস্পতিবার ডেগি কার্ডোজোর ছেলেদের কাছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ গোষ্ঠ পাল সরণির ক্লাব। এদিন কালীঘাট স্পোর্টস লাভার্সকে ৪-০ গোলে উড়িয়ে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান।

প্রথম ম্যাচে বোঝাপড়ার যে অভাব দেখা গিয়েছিল, এই ম্যাচে সেটা অনেকটাই দূর করেছেন সালাউদ্দিন, তামাংরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন তাঁরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে থাকে সবুজ-মেরুন। ২১ মিনিটে তিনজনকে দুর্দান্তভাবে কাটিয়ে দূরন্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন অধিনায়ক সন্দীপ মালিক।

২৯ মিনিটে আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় সবুজ-মেরুন। সালাউদ্দিনের সেন্টার পাঞ্চ করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন কালীঘাট গোলকিপার। কিন্তু বিপক্ষ ডিফেন্ডার লেন ডোঙ্গেলের গায়ে লেগে বল গোলে ঢুকে যায়। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে মোহনবাগান। ৫১ মিনিটে টনসিন থুমসলের ঠিকানা লেখা সেন্টার থেকে থেকে সাইডভলিতে গোল করেন পাসাং দর্জি ৷ ৭২ মিনিটে কফিনের শেষ পেরেকটি গেঁথে সবুজ-মেরুনকে ৪-০ গোলে এগিয়ে দেন আদিল আবদুল্লাহ।খেলার শেষের দিকে আরও একটা গোল করে ফেলেছিল মোহনবাগান। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষপর্যন্ত ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে এবারের কলকাতা লিগে প্রথম জয়ের স্বাদ পেল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *