দশজনে খেলেও জয় দিয়েই ইউসিএলের অভিযান শুরু রিয়ালের

সায়ক বন্দ্যোপাধ্যায় / 17-09-2025

জয় দিয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু রিয়ালের। ফরাসি ক্লাব মার্সেইয়ের বিরুদ্ধে ২-১ গোলে কষ্টার্জিত জয় পেল দশজনের রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল কিলিয়ান এমবাপের। ৭২ মিনিটে গোলরক্ষকে সরাসরি হেড বাট করে লাল কার্ড দেখেন দানি কার্বাহাল। মার্সেইয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশে জুড বেলিংহ্যামের বদলে প্রথম একাদশে রাখেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। গত লা লিগা ম্যাচে আলেকজান্ডার আরনল্ডের জায়গায় কার্বাহালকে খেলিয়ে ছিল কোচ জাবি আলন্সো। তবে এদিন আরনল্ড কে প্রথম থেকেই খেলান জাবি।

৫ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে হয় তারকা এই রাইট ব্যাককে। সূত্র মারফত যানা যাচ্ছে আগামী ১০ ম্যাচে পাওয়া যাবে না আরনল্ডকে। ২২ মিনিটে খেলার গতির বিরুদ্ধে আর্দা গুলারের ভুলে মার্সেইকে এগিয়ে দেন টিমোথি উইয়া। মেসন গ্রিনউডের পাস থেকে গোল করেন টিমোথি উইয়া। তবে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি রিয়াল। ২৮ মিনিটের মাথায় রদ্রি­গোকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কিলিয়ান এমবাপে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায় রিয়াল। পরিবর্ত হিসেবে ভিনিসিয়াস, এসেন্সিওদের নামান রিয়াল কোচ আলোনসো। গোটা ম্যাচে নিশ্চিত কয়েকটি সেভ করে দলের হার বাঁচান রিয়াল গোলরক্ষক থিবাউ কুর্তোয়া। ৭২ মিনিটে বিপক্ষ গোলকিপারের সঙ্গে ঝামেলায় জড়ান দানি কার্বাহাল। গোলরক্ষকে হেড বাট করেন কার্বাহাল। লাল কার্ড দেখাতে ভুল করেননি রেফারি। ট্রেন্টের চোট ও কার্ভাহালের কার্ড, চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে রাইট সাইড ব্যাক খুঁজতে যে সমস্যায় পড়বেন আলোনসো তা বলাই বাহুল্য। তবে ৭৮ মিনিটের মাথায় বক্সে হ্যান্ডবল করেন মার্সেইয়ের এক ডিফেন্ডার। দ্বিতীয়বারে ও পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি এমবাপে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *