চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মান, সামনে ইন্টার

সায়ক বন্দ্যোপাধ্যায় / 08-05-2025
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে আর্সেনালকে হারালো পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে জিতে ফাইনালে পৌছালো পিএসজি। প্রথম লেগের ম্যাচে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে ১-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। জয়সূচক গোলটি এসেছিলো ওসমান ডেমবেলের পা থেকে। এদিন ১ গোলের অ্যাডভান্টেজ নিয়েই পিএসজি’র ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নামে তারা। প্রথমার্ধের ২৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় পিএসজি। গোল শোধের প্রচেষ্টায় আর্সেনাল বারবার উঠে এলেও বারংবার পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় পিএসজি গোলকিপার দোনারুমাকে।
দ্বিতীয়ার্ধে মার্তিনেল্লি, ওডেগার্ডরা তেড়েফুঁড়ে খেলার চেষ্টা করলেও আর গোল হয়নি। ম্যাচের ৬৬ মিনিটে বক্সের মধ্যে আসরাফ হাকিমির শট আর্সেনাল ডিফেন্ডার মাইলেস লুইসের হাতে লাগলে পেনাল্টি দেয় রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পিএসজি’র ভিতিনহা । যদিও দু’মিনিটের মধ্যে আচরাফ হাকিমি ২-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজি’কে।
৭৭ মিনিটে বুকায়ো সাকা গোল করে আর্সেনালের পক্ষে ব্যবধান কমালেও ভূরি-ভূরি সুযোগ নষ্টের জেরে আর ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল। ২-১ গোলে জিতে পাঁচ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাল পিএসজি। ম্যাচের পর আর্সেনাল কোচ মাইকেল আর্টেটা বলেন, “আমরা যথেষ্ট ভালো খেলেছি। প্রথম ২০ মিনিটেই ফলাফল ৩-০ হওয়া উচিত ছিল। কিন্তু গোল করতে পারিনি। তাই আমরা ফাইনালে নেই। গোটা টুর্নামেন্টে আর্সেনালই সেরা দল। তবুও ফাইনালে উঠতে পারলাম না। তবে, এমন দলকে নিয়ে গর্বিত।”
অন্যদিকে ম্যাচের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেন “প্রথম দিন থেকেই বলেছিলাম, কঠোর পরিশ্রম করে ক্লাবের হয়ে নতুন ইতিহাস গড়তে হবে। সেই লক্ষ্য এখনও একই রয়েছে। দীর্ঘ দিন ধরে যে ট্রফির আশায় আমরা বসে আছি সেটা এ বার চাই। কোচ হিসাবে এখানে খুব ভাল ভাবে কাজ করছি। আমার সব রকম স্বাধীনতা রয়েছে।”
Tags: Football News