খলনায়ক ভালভারদে, হিলালের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকাল রিয়াল

সায়ক বন্দ্যোপাধ্যায় / 19-06-2025

ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের ক্লাব আল হিলালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল জাবি আলন্সোর ছেলেরা। রিয়ালের নতুন কোচ হিসেবে জাবির শুরুটাও হলো ড্র দিয়ে। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলে যোগ দিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আন্সেলোত্তি। প্রথম ম্যাচে জয় পাননি তিনি। পেয়েছেন দ্বিতীয় ম্যাচে জয়। তবে কি দ্বিতীয় ম্যাচেই জয়ে শিকে ছিঁড়তে চলেছেন জাবি। জাবিদের দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর ক্লাব পাচুয়ার সাথে।

চোটের জন্য এই ম্যাচে ছিলেন না রিয়ালের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ঘটে নবাগত ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ডিন হাউসেনের।এমবাপের জায়গায় অভিষেক ঘটে ২১ বছর বয়সি তরুণ প্রতিভাবান স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়ার। অভিষেক ম্যাচেই গোল পেলেন তিনি। ৩৪ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে বক্সে বল বাড়ান রদ্রিগো। গোলকিপারের মাথার উপর দিয়ে হেডে বল জাল জড়িয়ে দেন গঞ্জালো গার্সিয়ার।

এক গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি আল-হিলাল। প্রথমার্ধ শেষ হওয়ার নয় মিনিট আগে মার্কোস লিওনার্দোকে বক্সে ফাউল করেন রিয়ালের ডিফেন্ডার রাউল আসেন্সিও। পেনাল্টি থেকে হিলালকে গোল করে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেবেস। দ্বিতীয়ার্ধে আর্দা গুলার নামার পরে আক্রমণের ঝাঁঝ বাড়ে রিয়ালের। ২০২২ কাতার বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এ বার জ্বলে উঠলেন ক্লাবের হয়ে। এদিন রিয়ালের বিরুদ্ধে ম্যাচেও অবধারিত নিশ্চিত গোল বাঁচান অনেকবার।

৮৮ মিনিটে রিয়াল মাদ্রিদের ফ্রান গার্সিয়াকে আটকাতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করে বসেন আল হিলালের ডিফেন্ডার মহম্মদ আলকাহতানি। ভার-এর পরামর্শে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু ভালভারদের শট সঠিক অনুমান করে ডানদিকে ঝাঁপিয়ে সেভ করেন বুনু। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
প্রথম ম্যাচেই জাবি আলন্সোর রিয়ালের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন সমর্থকরা।ম্যাচের পর জাবি বলেন, “পরিস্থিতি বদলাতে সময় লাগবেই। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। তবে কঠিন প্রতিযোগিতায় ফলাফল পেতে সময় লাগে।” অন্যদিকে হিলাল কোচ ইনজাঘির বক্তব্য, “আরবের ফুটবল দিন দিন উন্নতি করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *