ক্লাবে বিভেদ মুছতে মরিয়া বাগানের নয়া সভাপতি দেবাশিস

সায়ক বন্দ্যোপাধ্যায় / 18-06-2025
গত শনিবার তিন বছর পর ফের মোহনবাগানের সচিবপদে দায়িত্ব গ্রহণ করেছেন সৃঞ্জয় বোস। আর সোমবার নতুন কর্মসমিতির প্রথম বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে সভাপতি হিসেবে দেবাশিস দত্তের নাম প্রকাশ করেন নবাগত বাগান সচিব। কিছুদিন আগে পর্যন্তও সৃঞ্জয়-দেবাশিসের সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছিল ময়দান। কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগানের স্বার্থেই তাঁরা একত্রিত হয়েছেন। এবার কোন পরিকল্পনায় একসঙ্গে কাজ করবেন দুজনে? ফুটবলের জোড়া স্ট্রাইকারের উদাহরণ দিয়ে বোঝালেন নতুন সভাপতি। তিনি বলেন এতদিন আমরা সিঙ্গল স্ট্রাইকারে খেলেছি। এবার ফর্মেশন চেঞ্জ করে ডবল স্ট্রাইকারে খেলব। কমিটি গড়ায় সমঝোতা হয়েছে বিবাদমান দুই গোষ্ঠীর। মোহনবাগানের কর্মসমিতিতে দেবাশিস দত্ত গোষ্ঠী ও সৃঞ্জয় বসু গোষ্ঠীর বিভাজন সোমবার কমিটির প্রথম সভাতেও স্পষ্ট। ক্লাবে আসা কয়েকশো সদস্য-সমর্থকেরাও দুই ভাগে বিভক্ত।
সভাপতি পদে বসার পরে দেবাশিস দত্ত এই বিভেদের কথা স্বীকারও করে নেন।বাগান সভাপতি বলেন , ‘গত কয়েক মাস ধরে দুই পক্ষের যে লড়াইটা ছিল, তা রাতারাতি মিটে যাবে না। আগে নিজেদের মধ্যে দূরত্ব ঘোচাবো। ডাবল স্ট্রাইকার হিসেবে ক্লাবকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’তিনি আরো বলেন , ‘আমাদের যৌথ কাজেই কমিটির মধ্যেও বোঝাপড়া তৈরি হবে। তা দেখেই সদস্য সমর্থকদের মধ্যেও বিভাজনটা কাটবে। মনে রাখতে হবে, আমরা সবাই মোহনবাগানি।’আমরা সবাই মোহনবাগানের ভালো চাই।
মোহনবাগানের প্রথম কর্মসমিতির সভায় সচিব সৃঞ্জয় ও তাঁর কমিটি সভাপতি হিসেবে দেবাশিস দত্তকে মনোনীত করেন। এদিন নব নির্বাচিত সভাপতি দেবাশিস দত্ত যখন ক্লাবে প্রবেশ করছিলেন চারিদিকে শুধু স্মোক বোমের সবুজ মেরুন ধোঁয়া, ড্রাম আর ঢাকের বাদ্যিতে। চলতে থাকে পুষ্প বৃষ্টির ও। ক্লাবে এসে সচিব সৃঞ্জয় বোস ও নব নিযুক্ত কার্যকারি সমিতির সদস্যদের নিয়ে ক্লাবের অমর একাদশের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। কার্যকারিত সমিতির সদস্যরা হলেন পাঁচ জন ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে সৌমিক বসু, মানস ভট্টাচার্য, উত্তম সাহা, কুণাল ঘোষ ও দেবাশিস মিত্র। উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন দুই মন্ত্রী অরূপ রায় ও মলয় ঘটক। তিন জন কো অপ্ট সদস্য হয়েছেন—সঞ্জয় ঘোষ, দেবাশিস রায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।
Tags: India Football News, Indian Football, Latest Indian Football News, Mohun Bagan, Mohun Bagan News