কলকাতা লিগে সুরুচির সঙ্গে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের

সায়ক বন্দ্যোপাধ্যায় / 22-08-2025

ডুরান্ড কোয়ার্টার ফাইনালে অভিযান শেষ করার পর দীর্ঘ ২৬ দিন পর কলকাতা লিগে নেমেছিলো মোহনবাগান। প্রতিপক্ষ ছিল সুরুচি সংঘ। চলতি লিগে ফর্মে রয়েছে রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে পিছিয়ে পড়ে ড্র করল ডেগি কার্ডোজোর ছেলেরা। খেলার ফলাফল ১-১। সুরুচির হয়ে দুরপাল্লার শটে অনবদ্য গোল হাওকিপের। মোহনবাগানের হয়ে গোল তুষার বিশ্বকর্মার। প্রসঙ্গত দুবছর আগেও হাওকিপ ছিলেন সবুজ মেরুন ব্রিগেডের উঠতি প্রতিভার তালিকায় উজ্বল নাম। গত মরসুমেও হাওকিপ সবুজ মেরুন জার্সিতে ডেভলপমেন্ট লিগ খেলেছিলেন। চ্যাম্পিয়ন করেছিলেন নিজের প্রিয় দলকে। কিন্তু এই মরসুমে মোহনবাগান আর দলেও রাখেনি হাওকিপকে। নিজেকে প্রমান করার লক্ষ্যে কলকাতা লিগকেই বেছে নিয়েছেন হাওকিপ। লক্ষীবারের নৈহাটি স্টেডিয়ামের অসাধারণ গোল শুধু প্রাক্তন দলকে জবাব নয়,বৃষ্টি ভেজা বিকেলে বিবর্ণ ফুটবলে একমাত্র দৃষ্টিসুখ। এদিন করণ রাই, পাসাং দোরজি তামাং, লিওয়ান কাস্তানা, রোশন সিংরা দাপট দেখাতে ব্যর্থ হন। প্রত্যাশামতো খেলতে পারেননি তাঁরা। নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব কিংবা মাঝমাঠ এবং স্ট্রাইকারদের সমন্বয়ের অভাব বারবার ঘটতে থাকে। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঘন ঘন আক্রমণ শুরু করে সুরুচির রক্ষনভাগে। কিন্তু রক্ষণ মজবুত রেখে সবুজ-মেরুনের সমস্ত আক্রমণ কার্যত নিষ্ক্রিয় করে দেন সুরুচির রক্ষনভাগের খেলোয়াড়রা। ৮৭ মিনিটে তুষার বিশ্বকর্মার গোলে সমতায় ফেরে মোহনবাগান।কোনও সন্দেহ নেই সুরুচি জয় মাঠ ফেলে এল। পোষ্ট এবং দ্বিপ্রভাতের বিশ্বস্ত হাত ডেগি কার্ডোজোর দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিল। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে এক নম্বরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব( ৯ম্যাচে১৮),দ্বিতীয় ইস্টবেঙ্গল(৯ ম্যাচে ১৭),তৃতীয় সুরুচি সংঘ( ৮ ম্যাচে১৬)। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *