আহালের কাছে বেহাল মোহনবাগান

সায়ক বন্দ্যোপাধ্যায় / 16-09-2025
“কাফা ” নেশনস লিগের জন্য ভারতীয় শিবিরে ফুটবলার ছাড়েনি মোহনবাগান। কারণ হিসেবে দেখিয়েছিল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের জন্য প্রস্তুতি। ম্যাচের আগে বাগান কোচ জোসে মোলিনা ও বলেছিলেন, তিনি মোহনবাগানকে এশীয় মঞ্চে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু সেই লক্ষ্যে শুরুতেই হোঁচট খেল মোলিনা ব্রিগেড। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের প্রথম ম্যাচেই তুর্কিমেনিস্তানের ক্লাব আহাল এফকের কাছে ১-০ গোলে পরাস্ত হতে হল সবুজ-মেরুনকে।
ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান বলার মতো কিছু করতে পারেনি। উল্টে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আহালের। আহালের আক্রমণের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল আলবার্তো, অলড্রেডদের। ৩০ মিনিটের মধ্যে মোহনবাগান দুটি কর্নার পেলেও তা কাজে লাগতে পারেনি। চোটের কারণে এদিন মানভির সিং না থাকায় কিয়ান নাসিরিকে প্রথম থেকে দলে রাখা হলেও তিনি সেভাবে কিছু করতে পারেননি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।
দ্বিতীয়ার্ধে একে একে ম্যাকলারেন, রবসনরা নামার পর বাগান খানিকটা আক্রমণে গেলেও তা ছিলো নির্বিষ। কিন্তু থেমে থাকেনি আহালও। ৮৩ মিনিটে আহালের আক্রমণে ভাঙ্গে লকগেট। সুপার সাব হয়ে উঠলেন আনায়েভ এনভার। এই আনায়েভ আগেও কলকাতায় খেলে গিয়েছেন আর্কাদাগের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তাঁর করা একমাত্র গোলেই ম্যাচ জিতে নেয় তুর্কিমেনিস্তানের ক্লাবটি। তুর্কমেনিস্তানে ঘরোয়া লিগ শুরু হয় মার্চ মাসে। ফলে আহাল এফকে নিয়মিত খেলার মধ্যে ছিল। আর মোহনবাগান ডুরান্ডের পর প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচে নামল এদিন। দু’দলের মধ্যে ফারাকটা এদিন ছিলো চোখে পড়ার মতো। মোহনবাগানের পরের ম্যাচ ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীর পূর্ন লগ্নে ইরানের সেপাহান ক্লাবের বিরুদ্ধে। ম্যাচটি ইরানে খেলতে হবে সবুজ মেরুন বিগ্রেডকে।
Tags: Football clubs india, football india, Football News, India Football News, Indian Football, Latest Indian Football News