রোনাল্ডো ম্যাজিকে ২৫ বছর পর জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

সায়ক বন্দ্যোপাধ্যায় / 05-06-2025

নেশনস লিগের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে জয় পর্তুগালের। ২-১ গোলে জয় ভিতিনহা, রুবেন ডিয়াসদের। ম্যাচে জয়সূচক গোলটি করেন রোনাল্ডো।অরন্যের প্রাচীন প্রবাদ সিংহ যতই বৃদ্ধ হোক শিকার করতে ভোলে না। বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাতে কি হয়েছে। দরকারের সময় এখনও পর্তুগালের ত্রাতার ভূমিকায় সেই সিআর সেভেনই। আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৪৭টা দেশের বিরুদ্ধে। কিন্তু এতগুলো দেশের মধ্যে জার্মানি ছিল গাঁট। তাদের বিরুদ্ধে চারটে ম্যাচ খেললেও জার্মানি গাঁট পেরোতে পারেননি রোনাল্ডো।

শেষবার পর্তুগাল জার্মানিকে হারিয়েছিল ২০০০ সালে। ইউরো কাপের সেই ম্যাচ পর্তুগাল জেতে ৩-০ গোলে। এরপর ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো কাপ, ২০১৪ বিশ্বকাপ ও ২০২০ ইউরো কাপে জার্মানির কাছে হারতে হয় তাদের। ফলে ২৫ বছর পর গতকাল জার্মানিকে হারাল পর্তুগাল। গতকাল ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। ৪৮ মিনিটে জশুয়ার পাস থেকে গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ। ম্যাচের গতিবিধি অনুমান করে ৫৮ মিনিটের মাথায় পর্তুগিজ কোচ রবার্টো মারতিনেজ রুবেন নেভেসের জায়গায় ভিতিনিয়াকে নামায়। ভিতিনিয়া নামতেই মাঝমাঠের দখল নিতে শুরু করে পর্তুগাল।

যার ফল, ৬৩ মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল। ফ্রান্সিসকো কনসেইসাও গোল করেন। ৬৮ মিনিটের মাথায় গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। এই গোল করে তিনি শুধু দলকে জেতালেন এমনটা নয়, জার্মানির বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে গোল করা প্লেয়ার হলেন তিনি। একই সঙ্গে গড়ে ফেললেন তিনটি রেকর্ড। এটা আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর ১৩৭ তম গোল যা রেকর্ড। সব মিলিয়ে তাঁর কেরিয়ারের ৯৩৭তম গোল, সেটাও রেকর্ড। ৪০ বছর বয়সী রোনাল্ডোই জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়লেন। এটাই জার্মানির বিরুদ্ধে তাঁর প্রথম জয়। সেই জয়ই পর্তুগালকে পৌঁছে দিল নেশনস লিগের ফাইনালে। জয়ের ফলে নেশন্স লিগের ফাইনালে প্রবেশ করল পর্তুগাল। ফাইনালের তাদের প্রতিপক্ষ হবে স্পেন ও ফ্রান্স ম্যাচের জয়ী দল। জার্মানির অ্যালিয়াঞ্জ এরিনাতেই হবে ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *