ক্লাব ওয়ার্ল্ড কাপের পরেই রিয়াল ছাড়ছেন লুকা মদ্রিচ

সায়ক বন্দ্যোপাধ্যায় / 23-05-2025

চলতি মরশুমের শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সি এই ক্রোয়েশিয়ান তারকা বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন এই খবর। ১৩ বছরের সম্পর্কের যবনিকাপতন। আগামী শনিবার, রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়াদের বিরুদ্ধে ম্যাচটি তার শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের জার্সিতে।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। তারপর সুদীর্ঘ ক্যারিয়ারে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রিয়াল মাদ্রিদের হয়ে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ মোট ২৮টি শিরোপা তার দখলে। ২০১৮ সালে মেসি, রোনাল্ডোর মতো প্রতিদ্বন্দ্বী কে হারিয়ে জিতেছেন ব্যালন ডি’অর ও। ট্রফি জয়ের ক্ষেত্রে ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, ‘চাইনি এই মুহূর্তটা আসুক। জীবনে সবকিছুরই শুরু এবং শেষ থাকে। সান্তিয়াগো বের্নাব্যুতে শনিবারই শেষ ম্যাচ খেলব আমি। ২০১২ সালে বিশ্বের সেরা ক্লাবের জার্সি গায়ে তোলার স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলাম রিয়ালে। এর পর যা যা পেয়েছি, তা প্রত্যাশাও করিনি।’

লুকা মদ্রিচের বিদায় রিয়াল মাদ্রিদের এক যুগের সমাপ্তি, তবে তার অবদান ও নেতৃত্ব ক্লাবের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *